ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

সাকিব-মোস্তাফিজ ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে

সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে  থাকতে হবে। তারা ভারত থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। একটি চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকায় পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।বৃহস্পতিবার (৬ মে) বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 


করোনা মহামারির কারণে ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) চলতি আসর স্থগিত হয়ে হয়ে গেছে। এদিকে, শ্রীলঙ্কা থেকে টেস্ট সিরিজ শেষে মঙ্গলবার (৪ মে) দেশে ফিরেই হোম কোয়ারেন্টিনে ক্রিকেটাররা। একইদিন আইপিএলের বেশ কয়েকজন তারকা এবং কর্মকর্তার করোনা পজিটিভ হওয়ায় অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্টের স্থগিতাদেশ এসেছে।


তাই ফিরতে হচ্ছে সাকিব এবং মোস্তাফিজকে। তারা দেশ আসবে তাই হোম কোয়ারেন্টিনের জন্য আবেদন করেন। কিন্তু সাকিব এবং মোস্তাফিজের আবেদন নাকচ করে আপাতত ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনেই থাকার পক্ষে সিদ্ধান্ত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।


চলতি মাসের শেষদিকে শ্রীলঙ্কা দল তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে। তারা কোয়ারেন্টিন পর্ব শেষ করেই দলের সঙ্গে যোগ দেবেন শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি নিতে।  

ads

Our Facebook Page